কালপুরুষ মণ্ডল কাকে বলে?

0

কালপুরুষ মণ্ডলীতে কি কি তারা আছে? কালপুরুষ নীহারিকা কি এই মন্ডলীরই অংশ?

Tahshin Alam Utsho Answered question November 3, 2021
1

কালপুরুষ আকাশের সবচেয়ে পরিচিত তারামন্ডল হিসেবে গণ্য হতে পারে। এই মন্ডলটি খুব সহজেই চিহ্নিত করা যায়। শিকারী নামে সুপরিচিত এই মন্ডলের উল্লেখযোগ্য তারাগুলো মহাকাশের বিষুবীয় অঞ্চলে অবস্থান করায় পৃথিবীর সব অঞ্চল থেকে একে দেখা যায়। উত্তর গোলার্ধে শীত শেষ সময় হতে বসন্তের প্রাথমিক সময় পর্যন্ত কালপুরুষ মন্ডলটি দেখা যায়।

মনুষ্য আকৃতি বলে একে আদমসুরতও বলা হয়। লক্ষণীয়, মণ্ডলে একটি নির্দিষ্ট প্যাটার্নে সাতটি উজ্জ্বল নক্ষত্রের অবস্থান। ইংরেজিতে এর নাম ওরিয়ন (গ্রিক পুরাণের একজন শিকারি)। রাতের আকাশে খালি চোখেই দেখা যায় এই কালপুরুষ মণ্ডল। কালপুরুষ মণ্ডলে অসংখ্য উজ্জ্বল তারাসহ অন্যান্য বস্তু রয়েছে। উল্লেখযোগ্য তারাগুলোর মধ্যে আছে—আলফা ওরিয়ন ও বিটা ওরিয়ন। তারাগুলো মহাকাশের বিষুবীয় অঞ্চলে অবস্থান করায় পৃথিবীর সব অঞ্চল থেকে একে দেখা যায়।

Tahshin Alam Utsho Answered question November 3, 2021
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.

কিভাবে যুক্ত হবেন?

নতুন প্রশ্ন করার মাধ্যমে একাউন্ট খুলতে পারবেন। সাইটের উপযোগী প্রশ্ন হলে আপনার একাউন্ট সক্রিয় করা হবে। প্রশ্ন করতে এখানে ক্লিক করুন।