মৌমাছির লিঙ্গ নির্ধারণ হয় কিভাবে?

1

আমরা জানি মৌমাছির একটি সামাজিক স্তর আছে, রাণী, কর্মি ও পুরুষ মৌমাছি। এদের মধ্যে লিঙ্গ নির্ধারণ হয় কিভাবে? এটার পেছনে জেনেটিক্স কিভাবে কাজ করে থাকে?

তানভীর রানা রাব্বি Answered question July 18, 2023
1

মৌমাছি-র লিঙ্গ নির্ধারিত হয় হ্যাপ্লোডিপ্লয়ডি পদ্ধতিতে।

হ্যাপ্লোডিপ্লয়েডি এমন একটি লিঙ্গ-নির্ধারণ ব্যবস্থা যেখানে পুরুষ অনিষিক্ত ডিম বা ডিম্বানু থেকে বিকাশ লাভ করে এবং হ্যাপ্লয়েড হয় এবং স্ত্রী নিষিক্ত ডিম বা ডিম্বানু থেকে বিকাশ করে এবং ডিপ্লয়েড হয়। হ্যাপ্লোডিপ্লয়েডিকে কখনও কখনও আরহেনোটোকি বলা হয়।

আরো জানতে পড়ুন বিজ্ঞান ব্লগে প্রকাশিত লিঙ্গ নির্ধারণ পদ্ধতি প্রবন্ধটি।

তানভীর রানা রাব্বি Answered question July 18, 2023

কিভাবে যুক্ত হবেন?

নতুন প্রশ্ন করার মাধ্যমে একাউন্ট খুলতে পারবেন। সাইটের উপযোগী প্রশ্ন হলে আপনার একাউন্ট সক্রিয় করা হবে। প্রশ্ন করতে এখানে ক্লিক করুন।