অক্সিজেন কি গ্রিন হাউজ গ্যাস?

0

গ্রিন হাউজ গ্যাস কি? গ্রিন হাউজ গ্যাস হতে হলে কি কি বৈশিষ্ট্য থাকা লাগবে?

Sujoy Kumar Das. Answered question March 19, 2022
0

না, অক্সিজেন গ্রিন হাউজ গ্যাস নয়। এর পেছনে কারণ জানতে হলে নিচের ব্যাখ্যা পড়ুনঃ

যেসব গ্যাস গ্রিন হাউজ প্রতিক্রিয়ায় অংশ নেয় তাদেরকে গ্রীন হাউজ গ্যাস বলা হয়। গ্রিনহাউজ প্রতিক্রিয়া হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার দ্বারা ভূ্‌-পৃষ্ঠ হতে বিকীর্ণ তাপ বায়ুমণ্ডলীয় গ্রিনহাউজ গ্যাসসমূহ দ্বারা শোষিত হয়ে পুনরায় বায়ুমন্ডলের অভ্যন্তরে বিকিরিত হয়। এই বিকীর্ণ তাপ বায়ুমন্ডলের নিম্নস্তরে ফিরে এসে ভূ-পৃষ্ঠের তথা বায়ুমন্ডলের গড় তাপমাত্রাকে বাড়িয়ে দেয়। মূলত সৌর বিকিরণ দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যে বায়ুমন্ডলের মধ্য দিয়ে অতিক্রম করে ভূ-পৃষ্ঠকে উত্তপ্ত করে এবং ভূ-পৃষ্ঠ পরবর্তীকালে এই শক্তি নিম্ন তরঙ্গদৈর্ঘ্যে অবলোহিত রশ্মি আকারে নির্গত করে। এই অবলোহিত রশ্মি বায়ুমন্ডলস্ত গ্রিনহাউজ গ্যাসসমূহ দ্বারা শোষিত হয়ে অনেক বেশি শক্তি আকারে ভূ-পৃষ্ঠে ও বায়ুমন্ডলের নিম্নস্তরে পুনঃবিকিরিত হয়।

কাজেই গ্রিন হাউজ গ্যাস হতে হলে কোন গ্যাসকে ভু-পৃষ্ঠ কর্তৃক বিকিরিত নিম্নশক্তির অবলোহিত বিকিরণ শোষণ করতে সক্ষম হতে হবে। সাধারণত অবহেলিত বিকিরণ গ্যাস অণুর বন্ধনে কম্পন সৃষ্টি করে। একে বন্ধন কম্পন বলা হয়। বন্ধন কম্পন এর ফলে সৃষ্ট এবং কম্পন এর আগের দশার শক্তি পার্থক্য যদি বিকিরিত অবহেলিত রশ্মির ফোটনের শক্তির সমান হয় তবেই ঐ গ্যাসটি সেই অবহেলিত বিকিরণ থেকে ফোটন শোষণ করতে পারবে। তখন ঐ গ্যাসটিকে গ্রিন হাউজ গ্যাস বলা হবে। এক্ষেত্রে বন্ধন কম্পনের ফলে গ্যাসটির ডাইপোল মোমেন্টেরও পরিবর্তন হওয়া চাই। অক্সিজেন এই প্রক্রিয়ায় অবহেলিত বিকিরণ শোষণ করতে পারে না। তাই অক্সিজেন গ্রিন হাউজ গ্যাস নয়।

আরও জানুনঃ গ্রিন হাউজ গ্যাস যেভাবে তাপ ধরে রাখে। 

Sujoy Kumar Das. Answered question March 19, 2022

কিভাবে যুক্ত হবেন?

নতুন প্রশ্ন করার মাধ্যমে একাউন্ট খুলতে পারবেন। সাইটের উপযোগী প্রশ্ন হলে আপনার একাউন্ট সক্রিয় করা হবে। প্রশ্ন করতে এখানে ক্লিক করুন।