অ্যান্টিবডির কাজ কি?

0

অ্যান্টিবডি কি? এরা কিভাবে কাজ করে? কেন এরা প্রয়োজনীয়?

Farhan Tanvir Torsha Answered question March 16, 2023
1

অ্যান্টিবডি (Antibody) হলো একটি প্রতিরক্ষামূলক প্রোটিন যা দেহের ইমিউন সিস্টেম (Immune system) দ্বারা নিয়ন্ত্রিত হয়।

একে ইমিউনোগ্লোব্ুলিন ও বলা হয়,যেটি মূলত Y আকৃতির একটি প্রোটিন।

সোজা ভাষায় বললে অ্যান্টিবডি এর কাজ আমাদের দেহের প্রতিরক্ষা। তবে অ্যান্টিবডি এর কাজ জানতে হলে জানতে হবে অ্যান্টিজেন (Antigen) (Ag) কি!

অ্যান্টিজেন মূলত একটি আনবিক গঠন কাঠামো যা জীবাণু বা দেহে বহিরাগত কোনো প্যাথজেনের পৃষ্ঠে থাকতে পারে। অ্যান্টিজেন কে বলা হয় Antibody Generator (Ag) ;

দেহে অ্যান্টিজেনের উপস্থিতির প্রত্যুত্তরে ইমিউনিটি সিস্টেম কর্তৃক অ্যান্টিবডি উৎপন্ন হয়।

আরও সহজ করে বললে দেহে আগত কোনো জৈবিক সত্তা বা জৈবিক উৎসের পদার্থকে ক্ষতিকর সন্দেহ হলে অ্যান্টিবডি উৎপন্ন হয়।

অ্যান্টিজেন এর উপস্থিতি লক্ষ করার মোটামুটি 3 দিনের মধ্যে দেহের বি কোষ কর্তৃক নিদ্রিষ্ট অ্যান্টিবডি উৎপন্ন হয়। আর অ্যান্টিজেন যদি পূর্বপরিচিত হয় তাহলে 1 থেকে 2 দিনের মধ্যে অ্যান্টিবডি উৎপন্ন হয়।

অতঃপর অ্যান্টিবডি গুলো উক্ত প্যাথোজেন কে খুঁজে বের করে তার অ্যান্টিজেনের সাথে Y আকৃতির প্রোটিন দুই প্রান্তীয় কাঠামো দিয়ে যুক্ত হয়ে তাকে ইমিউন সিস্টেমের অন্য অংশ দ্বারা আক্রমণের জন্য চিহ্নিত করে অথবা এটিকে সরাসরি নিষ্ক্রিয় করে দেয়। যেমন: ভাইরাসের অ্যান্টিজেন এর সাথে নিদ্রিষ্ট অ্যান্টিবডি যুক্ত হয়ে তার এমন অংশ কে ব্লক করে যেটি ভাইরাসের আক্রমণের জন্য প্রয়োজনীয়।

এভাবে প্রত্যেকটি আলাদা আলাদা অ্যান্টিজেন এর বিরুদ্ধে আলাদা আলাদা অ্যান্টিবডি সক্রিয় হয়ে ওঠে এবং দেহের প্রতিরক্ষার কাজ করে।

https://bn.m.wikipedia.org/wiki/%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%A1%E0%A6%BF

https://bn.quora.com/%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%A1%E0%A6%BF-%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87

অ্যান্টিবডি যেভাবে কাজ করে

https://en.m.wikipedia.org/wiki/Antibody

https://my.clevelandclinic.org/health/body/22971-antibodies

https://en.m.wikipedia.org/wiki/Antigen

আরাফাত রহমান Changed status to publish March 17, 2023

কিভাবে যুক্ত হবেন?

নতুন প্রশ্ন করার মাধ্যমে একাউন্ট খুলতে পারবেন। সাইটের উপযোগী প্রশ্ন হলে আপনার একাউন্ট সক্রিয় করা হবে। প্রশ্ন করতে এখানে ক্লিক করুন।