একবীজপত্রী উদ্ভিদ ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য কোথায়?

2

একবীজপত্রি উদ্ভিদ ও দ্বিবীজপত্রী উদ্ভিদ – এই প্রকারভেদ কেনো এবং তাদের সম্পর্কে বিস্তারিত জানতে চাই

Farhan Tanvir Torsha Selected answer as best March 1, 2023
0

যেসব উদ্ভিদে একটিমাত্র বীজপত্র থাকে, তাকে একবীজপত্রী উদ্ভিদ (Monocot Plant) আর যেগুলোতে দুইটি বীজপত্র থাকে, সেগুলোকে দ্বিবীজপত্রী উদ্ভিদ (Dicot Plant) বলে। এখন প্রশ্ন হলো, বীজপত্র কী? এটা খায় নাকি মাথায় দেয়? যে পত্র সদৃশ আবরণী ভ্রুণশীষকে ঢেকে রাখে, সেটাকে বীজপত্র বলে।
এবার চলো, এই দুই ধরণের উদ্ভিদের ব্যাপারে জানা যাক! একবীজপত্রী উদ্ভিদের মূল গুচ্ছমূল প্রকৃতির। আর এর পাতার শিরাবিন্যাস সমান্তরাল প্রকৃতির। একারণে সহজেই এদের চেনা যায়। অধিকাংশ একবীজপত্রী উদ্ভিদই বীরুৎ, আর অল্প সংখ্যক বৃক্ষজাতীয়। এদের পত্রমূল প্রশস্ত হয়ে থাকে। এদের পরিবহন টিস্যু বিক্ষিপ্তভাবে সাজানো থাকে এবং এতে ক্যাম্বিয়াম থাকে না।
দ্বিবীজপত্রী উদ্ভিদ তিন ধরণের হতে পারে। যথাঃ বীরুৎ, গুল্ম ও বৃক্ষ। এদের পাতার শিরাবিন্যাস সাধারণত জালিকাকার। এদের পত্রমূলও একবীজপত্রীদের মতো প্রশস্ত। দ্বিবীজপত্রী উদ্ভিদের পরিবহন টিস্যু বৃত্তাকারে সাজানো থাকে এবং এতে ক্যাম্বিয়াম বিদ্যমান।
এই হলো একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যকার তুলনাভিত্তিক আলোচনা। আজ এ পর্যন্তই!

Farhan Tanvir Torsha Posted new comment August 10, 2023

ধন্যবাদ

কিভাবে যুক্ত হবেন?

নতুন প্রশ্ন করার মাধ্যমে একাউন্ট খুলতে পারবেন। সাইটের উপযোগী প্রশ্ন হলে আপনার একাউন্ট সক্রিয় করা হবে। প্রশ্ন করতে এখানে ক্লিক করুন।