ঘুমানোর সময় মুখ দিয়ে লালা বের হয় কেন?

1

অনেক সময় অনেকের ঘুমানোর সময় মুখ দিয়ে লালা ক্ষরিত হয়। এটি প্রকৃতপক্ষে আমাদের নিয়ন্ত্রণের বাইরে।লালা ক্ষরণের কারণ কি?

আরাফাত রহমান Changed status to publish December 16, 2021
0

আমার তো রাতে ব্রাশ না করলে লালা ঝরে এর কারণ কি

Alok Talukder Answered question December 11, 2021
1

ঘুমিয়ে গেলে শরীরের অন্যান্য সব অঙ্গ প্রত্যঙ্গের মত মুখের লালা গ্রন্থি গুলো কিছুটা রিল্যাক্সড থাকে। এসময় স্বাভাবিকভাবেই মুখে ভেজা রাখতে এই সালিভারি গ্লান্ডস গুলো(৬টি) ক্ষরণকার্যক্রম অব্যাহত রাখে। সাধারণ অবস্থায় আমরা একটি নির্দিষ্ট দিকে মুখ করে ঘুমালে গ্রাভিটির জন্য এই ক্ষরিত লালা সেই দিকে জড় হয় ও তা মুখ দিয়ে গড়িয়ে পড়ে। এই ব্যাপারটিকে ড্রুলিং বলে। যদিও টিপিকালি বিষয়টা অশোভন দেখায়, তবুও এটি আপনার বেশ ভালো একটি ঘুমেরই ইঙ্গিত দেয়। শৈশবকালে এটি বেশি পরিলক্ষিত হয়, কেননা শিশুদের স্যালিভেশনের এর উপর তেমন নিয়ন্ত্রণ থাকেনা। তবে চিন্তা করবেন না, বয়সের সাথে সাথে বেশিরভাগ ক্ষেত্রেই এটির উপর নিয়ন্ত্রণ চলে আসে।😅

Hamim Answered question December 9, 2021

কিভাবে যুক্ত হবেন?

নতুন প্রশ্ন করার মাধ্যমে একাউন্ট খুলতে পারবেন। সাইটের উপযোগী প্রশ্ন হলে আপনার একাউন্ট সক্রিয় করা হবে। প্রশ্ন করতে এখানে ক্লিক করুন।