চুল ও নখ কাটলে ব্যাথা লাগেনা কেন?

0

সামান্কায চিমটি কাটলে যেখানে আমরা ব্যথায় চেঁচিয়ে ওঠে সেখানে নেইল কাটারের নখ কাটলে বা কাঠি দিয়ে চুল কাটলে টেরও পাই না কেন?

Rahmatullah Al Arabi Answered question February 5, 2022
0
  1. চামড়ায় চিমটি কাটলে জীবন্ত কোষগুলো সঙ্গে সঙ্গে মস্তিষ্কের খবর পাঠায়। বলে একটা কিছু করো। এভাবে আমরা বুঝতে পারি ব্যথা লাগছে। মস্তিষ্ক তখন যথাস্থানে খবর পাঠায়, চিমটি কাটা বন্ধ করার ব্যবস্থা নাও।  এই সব তৎপরতার মধ্য দিয়ে আমাদের ব্যথার অনুভূতি টা স্পষ্ট হয়। কিন্তু নখের বাড়তি অংশ বা চুলে কোন জীবন্ত কোষ থাকে না ফলে এগুলো কাটাছেঁড়া করলে মস্তিষ্কে খবর যায় না, আমরাও ব্যথার অনুভূতি পাই না। মানে ব্যথা পাই না কিন্তু যদি চুল ধরে টানাটানি বা নখ কাটার সময় গভীরে বা ভেতরের দিকে কেটে ফেলি তাহলে ব্যথা পাই কারণ চুলের গোড়ায় বা মাথার ত্বকের বা নখের ভেতরের জীবন্ত অংশের কোষগুলি ব্যথার খবর যথারীতি মস্তিষ্কে পাঠায়।
Rahmatullah Al Arabi Answered question February 5, 2022

কিভাবে যুক্ত হবেন?

নতুন প্রশ্ন করার মাধ্যমে একাউন্ট খুলতে পারবেন। সাইটের উপযোগী প্রশ্ন হলে আপনার একাউন্ট সক্রিয় করা হবে। প্রশ্ন করতে এখানে ক্লিক করুন।