ছায়া কেন কালো?

0

ছায়ার কোনো রং নেই কেন?

Hamim Answered question December 2, 2021
1

ছায়া কোন বস্তু নয়। এটিকের এক ধরনের আলোকীয় অবস্থা বলা যায়। সকল প্রাণী প্রজাতি অনুযায়ী নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো দেখতে পায়। সেক্ষেত্রে আমরা যখন ৪০০-৭০০ ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো চোখের সম্মুখে দেখতে না পাই তখন সেটাকে আমরা অন্ধকার হিসেবে বুঝি। এটা হচ্ছে ছায়া। তবে কোনো বস্তুতে আলো পড়ে সেটি যদি প্রতিফলিত না হয় বা বস্তুটিকে কালো দেখা যায়, তাহলে সেটি কিন্তু ছায়া নয়। এক্ষেত্রে আলোটি শোষিত হয়ে যায়। বলা যায় ছায়াযুক্ত স্থানে হয় পর্যাপ্ত দৃশ্যমান আলোর উপস্থিতি থাকে না, অথবা আলোর উৎস থাকলেও আলোক শোষিত হওয়ার কারণে প্রতিফলিত হয় না, এ কারণেই ছায়াযুক্ত স্থান কালো দেখায়।(আলোর পরিমাণ অল্প থাকলেও অনেক ক্ষেত্রে কোনো স্থানকে ছায়াযুক্ত স্থান বলা হয়, সেক্ষেত্রে এটি সম্পূর্ণ রূপে কালো নয়)

Hamim Answered question December 2, 2021

কিভাবে যুক্ত হবেন?

নতুন প্রশ্ন করার মাধ্যমে একাউন্ট খুলতে পারবেন। সাইটের উপযোগী প্রশ্ন হলে আপনার একাউন্ট সক্রিয় করা হবে। প্রশ্ন করতে এখানে ক্লিক করুন।