ঝিঁঝি পোকা রাতে ডাকে কেন?

2

বলুন তো, রাতের বেলায় ঝিঁঝি পোকার এত কিসের চেঁচামেচি?

আরাফাত রহমান Answered question October 29, 2021
1

ঝিঁঝি পোকা নিশাচর প্রাণী। তারা দিনের বেলা ঘুমায় এবং রাতে জেগে খাবারের সন্ধানে এবং সঙ্গীর সন্ধান করে। আপনি যে শব্দগুলি শুনতে পান তা হল পুরুষ ঝিঁঝি পোকার গাওয়া সঙ্গমের জন্য রাজী করানোর আগে courtship বা পূর্বরাগ। বেশিরভাগ স্ত্রী-ঝিঁঝি পোকা দিনের বেলায়ও ঘুমিয়ে থাকে, তাই দিনের বেলায় এদের কিচিরমিচির ফ্রিকোয়েন্সি কম থাকে।

আরাফাত রহমান Answered question October 29, 2021

কিভাবে যুক্ত হবেন?

নতুন প্রশ্ন করার মাধ্যমে একাউন্ট খুলতে পারবেন। সাইটের উপযোগী প্রশ্ন হলে আপনার একাউন্ট সক্রিয় করা হবে। প্রশ্ন করতে এখানে ক্লিক করুন।