নাইট্রোজেন ক্ষারের পার্থক্য

1

পিউরিন ও পাইরিমিডিন এর মধ্যে পার্থক্য কোথায় ??

আরাফাত রহমান Answered question October 29, 2021
1

পিউরিন ও পাইরিমিডিন উভয়ই নাইট্রোজেন বেস। তবে পিউরিন দুইরিং বিশিষ্ট ও পাইরিমিডিন একজন বিশিষ্ট ক্ষার। ডিএনএ তে মূলত এই পিউরিন-পাইরিমিডিন হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। এক্ষেত্রে পিউরিন হিসেবে থাকে অ্যাডেনিন ও গুয়ানিন। অন্যদিকে পাইরিমিডিন হিসেবে থাকে থায়ামিন ও সাইটোসিন। (তবে আরএনএ তে পাইরিমিডিন ক্ষার হিসাবে থাইমিন এর বদলে ইউরাসিল থাকে)।

Hamim Answered question October 28, 2021
0

পার্থক্য হলো এদের মধ্যকার রাসায়নিক গঠনে। যদিও দুইটিই হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক পদার্থ, কিন্তু পিউরিনে দুইটি চক্রাকার কার্বন-বলয় থাকে, যেখানে পাইরিমিডিনে থাকে একটি কার্বন-বলয়।

আরাফাত রহমান Answered question October 29, 2021

কিভাবে যুক্ত হবেন?

নতুন প্রশ্ন করার মাধ্যমে একাউন্ট খুলতে পারবেন। সাইটের উপযোগী প্রশ্ন হলে আপনার একাউন্ট সক্রিয় করা হবে। প্রশ্ন করতে এখানে ক্লিক করুন।