নিউট্রিনো কি?

0

নিউট্রিনো কি? নিউট্রিনো কখন নির্গত হয়? এন্টিনিউট্রিনো কি?

আরাফাত রহমান Selected answer as best August 1, 2022
2

নিউট্রিনো এক ধরণের চার্জবিহীন ক্ষুদ্র পারমাণবিক কণা। একে “Ghost Particle”ও বলা হয়। ১৯৩৪ সালে প্রথমবারের মতো নিউট্রিনোর অস্তিত্ব সম্পর্কে জানা যায়। এটি ৩ ধরণের হয়ে থাকেঃ ইলেক্ট্রন নিউট্রিনো, মিউওন নিউট্রিনো এবং টাউওন নিউট্রিনো। তবে নতুন এক প্রকার নিউট্রিনোর খোঁজে গবেষণা চলছে। নিউট্রিনো আলোর চেয়ে দ্রুতগতিতে চলতে পারে-এই তথ্য দিয়ে সারা বিশ্বের বিজ্ঞানীদের হতবাক করে দিয়েছিলেন পদার্থবিজ্ঞানের অন্যতম বড় ল্যাবরেটরি স্যার্নের বিজ্ঞানীরা। কিন্তু তাদেরই আরেক পরীক্ষায় দেখা গিয়েছিল যে তথ্যটি আসলে ভুল।

বেথে এবং পাইয়ের্লস নামে দু-জন বিজ্ঞানী একটা গবেষণাপত্রে লিখেছিলেন, “বাস্তবে নিউট্রিনো পর্যবেক্ষণের মাধ্যমে ধরার কোনো উপায় নেই।” এই নিউট্রিনোর মধ্যে বহু রহস্য লুকিয়ে আছে। সেটা নিয়েই বিভিন্ন দেশে গবেষণা চলছে।

তথ্যসূত্রঃ
১. নিউট্রিনো-উইকিপিডিয়া
২. নিউট্রিনো|কালের কণ্ঠ

আরাফাত রহমান Selected answer as best August 1, 2022

কিভাবে যুক্ত হবেন?

নতুন প্রশ্ন করার মাধ্যমে একাউন্ট খুলতে পারবেন। সাইটের উপযোগী প্রশ্ন হলে আপনার একাউন্ট সক্রিয় করা হবে। প্রশ্ন করতে এখানে ক্লিক করুন।