প্রোটন ও ইলেকট্রনের মধ্যে আকর্ষণের জন্য কোন মৌলিক বলটি দায়ী?

0

মৌলিক বল কয়টি? প্রোটন-ইলেকট্রনের মধ্যে কোন বলটি কাজ করে? প্রোটন-ইলেকট্রন কি এই বলের কারণে কখনো একেবারে কাছে এসে মিশে যেতে পারবে?

Hamim Answered question October 29, 2021
1

মৌলিক বল চার প্রকার (মহাকর্ষ, তড়িৎ চুম্বকীয়, দুর্বল ও সবল নিউক্লিয়)। প্রোটন ও ইলেকট্রন এর আকর্ষণের জন্য মূলত তড়িৎ চৌম্বক বল বা ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স বা লোরেনজ ফোর্স কাজ করে। মূলত এই ধরনের বল বিপরীত চার্জবিশিষ্ট কণিকার মধ্যে আকর্ষণের সৃষ্টি করে (অর্থাৎ আপনি ভাবতেই পারেন সমধর্মী চার্জ একে অপরকে বিকর্ষণ করে মূলত এই বলের কারণে)। ইলেকট্রন ও প্রোটন এর মধ্যে এই ধরনের আকর্ষণ বিদ্যমান থাকলেও ইলেকট্রন ও প্রোটন কখনোই একীভূত হয় না, কেননা তাহলে পরমাণুর অস্তিত্বহীন হয়ে পড়ত।

Hamim Edited answer October 29, 2021

কিভাবে যুক্ত হবেন?

নতুন প্রশ্ন করার মাধ্যমে একাউন্ট খুলতে পারবেন। সাইটের উপযোগী প্রশ্ন হলে আপনার একাউন্ট সক্রিয় করা হবে। প্রশ্ন করতে এখানে ক্লিক করুন।