মানুষের চোখের বিভিন্ন রং হওয়ার বৈজ্ঞানিক কারণ কি?

1
  1. বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই চোখের রং কালো। কিন্তু বিভিন্ন দেশের মানুষের চোখের রং নীল, খয়েরি দেখা যায়। এমনকি বাংলাদেশেও প্রাকৃতিক ভাবে অনেক মানুষের চোখের রং নীল খয়েরি ইত্যাদি হয়ে থাকে। মানুষের চোখের বিভিন্ন রং হওয়ার বৈজ্ঞানিক কারণ কি?
Hamim Answered question December 20, 2021
1

কারণ হলো জিনগত বৈচিত্র্য। শুধু চোখের রঙই নয়, যাবতীয় দৃশ্যমান ও অদৃশ্যমান বৈশিষ্ট্যের ভিন্নতার পেছনে রয়েছে বংশগতীয় বস্তুর (hereditary material) হাত। প্রতিটি জীবের জিনের সংখ্যা নির্দিষ্ট। মানুষের রয়েছে ২৩ জোড়া ক্রোমোজোম, যার ২২ জোড়া অটোসোম‌ এবং এতে থাকা জিন গুলো মানুষের দৈহিক গঠন, আকৃতি, চুলের প্রকৃতি, চামড়ার রঙ, উচ্চতা সহ অন্যান্য বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে (ক্রোমোজোমের লোকাস -এ জিন অবস্থান করে)।নির্দিষ্ট ভৌগোলিক অবস্থানের মানুষের দৃশ্যমান বৈশিষ্ট্যে তেমন পার্থক্য দেখা যায় না। দক্ষিণ আফ্রিকায় গাঢ় বর্ণের মানুষের সংখ্যা বেশি হলেও আমেরিকায় বেশিরভাগই শ্বেতাঙ্গ। আমাদের দেশের মানুষ মধ্যম উচ্চতার হলেও দক্ষিণ আফ্রিকার মানুষের উচ্চতা অনেক বেশি। এ ধরনের খুটি-নাটি নানান পার্থক্য ভৌগলিক অঞ্চল বিশেষে পরিলক্ষিত হয়ে থাকে, যার পেছনে দায়ী মা-বাবা হতে প্রাপ্ত জিনের ভেরিয়েশন। যা তৈরি করে ভিন্নতা। এতেই নিহিত আছে জীবজগতের সৌন্দর্য!

Hamim Answered question December 20, 2021

কিভাবে যুক্ত হবেন?

নতুন প্রশ্ন করার মাধ্যমে একাউন্ট খুলতে পারবেন। সাইটের উপযোগী প্রশ্ন হলে আপনার একাউন্ট সক্রিয় করা হবে। প্রশ্ন করতে এখানে ক্লিক করুন।