হোমো স্যাপিয়েন্স কথার অর্থ কি?

1

আমরা জানি হোমো স্যাপিয়েন্স হলো মানুষের বৈজ্ঞানিক নাম। কিন্তু Homo sapiens এর শাব্দিক অর্থ কি? এটা কোন ভাষা থেকে এসেছে? মানুষকেই কেন হোমো স্যাপিয়েন্স বলা হয়?

Tahshin Alam Utsho Answered question October 31, 2021
0

হোমো স্যাপিয়েন্স এর শাব্দিক অর্থ হলো একজন বিচক্ষণ ব্যক্তি। এটি মূলত ল্যাটিন শব্দ। আসলে একমাত্র মানুষই প্রকৃত বিচক্ষণতার অধিকারী। মানুষ যেভাবে নিজেকে অভিযোজিত করেছে, যেক্ষেত্রে বিচক্ষণতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। একারণে আধুনিক মানুষদের বৈজ্ঞানিক নাম হিসেবে “Homo sapiens” কে বেছে নেওয়া হয়েছে!

Tahshin Alam Utsho Answered question October 31, 2021

কিভাবে যুক্ত হবেন?

নতুন প্রশ্ন করার মাধ্যমে একাউন্ট খুলতে পারবেন। সাইটের উপযোগী প্রশ্ন হলে আপনার একাউন্ট সক্রিয় করা হবে। প্রশ্ন করতে এখানে ক্লিক করুন।