বায়োইনফরমেটিক্স
বায়োইনফরমেটিক্স জীববিজ্ঞানের একটি প্রায়োগিক শাখা।কোষবিদ্যা,টিস্যুবিদ্যা,চিকিৎসাবিদ্যা,গণিত,কম্পিউটার বিজ্ঞান এর সমন্বয়ে প্রতিষ্ঠিত। বায়োইনফরমেটিক্স এর মাধ্যমে জীবের যাবতীয় তথ্য তথা জিনোম সম্পর্কে জানা যায়।ফলে মিউটেশন জনিত কোন রোগ থাকলে তা নির্ণয় করা যায়।ক্যান্সার থাকলে তা জানা যায়,ভাইরাস এর ক্রমাগত বিভাজন বা ভিন্ন জেনারেশন সম্পর্কে জানা যায়। আমরা এটাকে ব্যবহার করে বিবর্তন এর প্রমাণ দিতে পারি। বায়োইনফরমেটিক্স আমাদের চিকিৎসাবিজ্ঞান,অণুজীববিজ্ঞান ও বংশগতিবিদ্যায় আর গবেষণার কাজে সবথেকে বেশি প্রয়োজন।
Mahin Hossain Answered question October 28, 2021