আগে আমাদের গ্রামে আগে প্রচুর পাতি কাক দেখা যেত এখন দেখাই যায় না এর কি কোন বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা
আমাদের গ্রামে আগে প্রচুর পাতি কাক দেখা যেত। তাদের কলরব শুনা যেত এখন আমাদের গ্রাম একেবারে পাতিকাক শুন্য এর পিছনে বিজ্ঞান ভিত্তিক কোন কারণ কাছে কি?
Hamim Answered question December 11, 2021
কর্ভাস গণে প্রায় ৪০ ধরণের কাক দেখা যায়। সাধারণভাবে যে কাক আমরা দেখি তারা পাতিকাক (Corvus Splendens)। উষ্ণ মহাদেশীয় অঞ্চলে এদের দেখা মেলে। এরা সর্বভুক বা ধাঙড় জাতীয় পাখি। অর্থাৎ যারা ময়লা-আবর্জনা খেয়ে বেঁচে থাকে। সাধারণত এদের টিকে থাকার ক্ষমতা অনেক বেশি হয়। এরা যেকোনো পরিবেশে বাসা বেঁধে বংশবিস্তার করতে পারে। আগেই বললাম এরা ময়লা-আবর্জনা কে খাদ্য হিসেবে গ্রহণ করে। তাই এরা অপরিষ্কার অঞ্চলগুলোতে বেশি থাকতে পছন্দ করে। হয়তো আপনার গ্রামটি আগের তুলনায় এখন বেশ পরিচ্ছন্ন। এ কারণেই এ ধরনের কাক সহজে পাওয়া যায় না।
Hamim Answered question December 11, 2021