শীতকালে প্রতিদিন গোসল করা কি ক্ষতিকর?
যদি কোনো ব্যক্তি শীতের মৌসুমে প্রতিদিন গোসল করেন, তাহলে কি সে কোনো ক্ষতির সম্মুখীন হবেন? এ ব্যাপারে বিজ্ঞান কী বলে?
Anonymous Answered question March 9, 2022
শীতকালে সপ্তাহে দু’-তিন বারের বেশি গোসল না করার পরামর্শ দিচ্ছেন চর্মরোগ চিকিৎসকরা। * শীতকালে বেশি গোসল করলে নখেরও ক্ষতি হতে পারে। কারণ এই সময়ে নখের অবস্থা খারাপ থাকে। বার বার গোসল করলে নখ ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে।
hasnath Answered question March 9, 2022