অ্যালগরিদম ও ফ্লোচার্ট কী?
প্রোগ্রামিং এর ক্ষেত্রে অ্যালগরিদম ও ফ্লোচার্ট কী?
Tahshin Alam Utsho Answered question September 20, 2023
কোনো প্রোগ্রাম তৈরি করার সময় শুরুতেই কোড না লিখে সেই প্রোগ্রাম তৈরির ধাপ লিখে ফেলা হয়, এই ধাপগুলোই হলো অ্যালগরিদম। আর এই ধাপগুলোকে চিত্রের সাহায্যে প্রকাশ করাকে প্রবাহচিত্র বা ফ্লোচার্ট বলে। অ্যালগরিদম যেখানে একটি প্রোগ্রামের ধাপগুলো চিহ্নিত করে, সেখানে ফ্লোচার্ট সেগুলোকে চিত্রভিত্তিক প্রদর্শন করে। সিম্পল!
প্রোগ্রামিং এর ক্ষেত্রে অ্যালগরিদম বিশেষভাবে জরুরি। বিভিন্ন সময়ে বিভিন্ন গবেষক এটি নিয়ে গুরুত্বপূর্ণ কাজ করেছেন। যেমনঃ অ্যাডা লাভলেস, অ্যালান টিউরিং, ডোনাল্ড নুথ এবং প্রমুখ বিজ্ঞানীগণ।
Tahshin Alam Utsho Answered question September 20, 2023