প্লাজমিড ও প্লাজমা

0
  1. প্লাজমিড ও প্লাজমা নাম দুটি শুনতে একই রকম হলেও এদের মধ্যে কি কোনো পার্থক্য আছে?
Tahshin Alam Utsho Answered question September 21, 2023
1

প্লাজমিড হলো এখ খন্ড বৃত্তাকার ডিএনএ (Circular DNA), যেটি সাধারণত প্রোক্যারিওট বা আদিকোষী জীবদের মধ্যে পাওয়া যায়। এটি সাধারণ নিউক্লিয়ার ডিএনএ বা ক্রোমোজোমাল ডিএনএ থেকে আলাদা। এটি হরাইজন্টাল জিন ট্রান্সফারে বিশেষ ভূমিকা রাখে।

অন্যদিকে প্লাজমা হলো ধারক বা মাতৃকা বিশেষ। এটি একেক ক্ষেত্রে একেক কাজ করে একেক নাম ধারণ করে। যেমনঃ রক্তের প্লাজমা রক্তকণিকাকে ধারণ করে। আবার কোষের প্লাজমা হলো সাইটোপ্লাজম, যা অঙ্গাণুগুলোকে ধারণ করে। নিউক্লিয়াসের প্লাজমা হলো নিউক্লিওপ্লাজম, যা নিউক্লিয়াসের সামগ্রিক গঠনটাকে ধারণ করে।

অর্থাৎ, প্লাজমা ও প্লাজমিড দুইটা একদমই ভিন্ন, দুটো দুই মাথার জিনিস!

Tahshin Alam Utsho Answered question September 21, 2023
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.

কিভাবে যুক্ত হবেন?

নতুন প্রশ্ন করার মাধ্যমে একাউন্ট খুলতে পারবেন। সাইটের উপযোগী প্রশ্ন হলে আপনার একাউন্ট সক্রিয় করা হবে। প্রশ্ন করতে এখানে ক্লিক করুন।