ওয়াই-ফাই নাকি সেলুলার ডাটা, কোনটি বেশী মারাত্মক?

3

ওয়াই ফাই ও মোবাইল ডাটার মধ্যে কোনটি মানবদেহের জন্য বেশি ক্ষতিকর?

aalnoman2022@gmail.com Posted new comment February 24, 2024

খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন

1

ওয়াই ফাই ও মোবাইল ডাটা উভয়ই মানবদেহের জন্য ক্ষতিকর হতে পারে যদি সেগুলি ব্যবহার করা না যায় সঠিকভাবে।

ওয়াই ফাই একটি প্রকারের কম্পিউটার নেটওয়ার্ক যা বিদ্যুৎ তীব্র তরঙ্গের ব্যবহার করে তথ্য প্রেরণ এবং গ্রহণের জন্য ব্যবহৃত হয়। এই তরঙ্গ মানবদেহের কোষের সাথে মোটামুটি মিলিত হতে পারে এবং ক্যান্সার, ইনস্টিটিউট ও অন্যান্য সমস্যাগুলি সৃষ্টি করতে পারে।

মোবাইল ডাটা পোস্ট কর্ডিয়োভাসকুলার, স্কিন রাশ, হেডাচ, মাইগ্রেন, নিউরোলজিক্যাল সমস্যা এবং নিউরলোজিক্যাল সমস্যার সাথে সম্পর্কিত হতে পারে।

তবে, সঠিক ব্যবহারের শর্তে এই প্রযুক্তিগুলি কোনও ক্ষতি সৃষ্টি করতে পারে না। সুস্থ্য সম্প্রদায়, স্বাস্থ্যপরিষদ এবং প্রযুক্তির নিয়ন্ত্রণে এই প্রযুক্তিগুলি নির্বাহিত হলে এগুলির নেগেটিভ প্রভাব সম্প্রতি কমে যেতে পারে।

aalnoman2022@gmail.com Answered question February 23, 2024
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.

কিভাবে যুক্ত হবেন?

নতুন প্রশ্ন করার মাধ্যমে একাউন্ট খুলতে পারবেন। সাইটের উপযোগী প্রশ্ন হলে আপনার একাউন্ট সক্রিয় করা হবে। প্রশ্ন করতে এখানে ক্লিক করুন।