ভেসলিন ব্যবহার করছেন তো?
শীতকাল। পোশাকের সাথে সাথে যেন ভেসলিন-লোশানের দোকানগুলোতেও ক্রেতার হুলুস্থুল। উদ্দেশ্য ত্বকের শুষ্কতা প্রতিরোধ। ত্বক বিশেষ করে ঠোঁট ফাটা সমস্যা তো সবাই ফেস করেছেন। শীতকালে এ উটকো ঝামেলার কারণটা কি?
শীতে বাতাসে জলীয়বাষ্প কমে যাওয়ায় ত্বক থেকে পানি শুষে নেয়, যার প্রভাবে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। আবার বংশগত বা জিনগত কারণে, ৪০ বছর বয়সের পর তেল ও ঘামগ্রন্থির সংখ্যা কমে যায়। এর ফলেও শুষ্কতা বৃদ্ধি পায়। শীতের শুরুতেই ত্বকে এমন ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত, যাতে তেলের পরিমাণ বেশি। সেই সঙ্গে রাতে যে নাইট ক্রিম ব্যবহার করা হয়, তা-ও যেন ওই রকম হয়। কারণ, এসব ক্রিম ত্বক আর্দ্র রাখতে বেশি সহায়ক।
কখনোই জিহবা দিয়ে ঠোঁট ভেজানো উচিত নয়। কয়েক ফোঁটা অলিভ অয়েল মধুর সঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগালে ঠোঁট কখনোই ফেটে যাবে না।
যদি আপনি মেয়ে হয়ে থাকেন, তবে মেকআপ করার সময় লিক্যুইড ফাউন্ডেশন ব্যবহার করবেন না। শীতকালে ক্রিম ফাউন্ডেশন ব্যবহার করুন।
এধরণের সহজ কিছু পদ্ধতি অবলম্বন করলেই এ উটকো ঝামেলা থেকে রেহাই মিলবে!
ধন্যবাদ। তবে আমি ছেলে!