মেঘনাদ সাহা কে?

0

মেধনাদ সাহা বাংলাদেশের একজন বিজ্ঞানী ছিলেন। তিনি কী কী অবদান রেখেছিলেন?

আরাফাত রহমান Changed status to publish March 12, 2023
0

জ্যোতিঃপদার্থবিজ্ঞানের রাজ্যে অবদান রাখা এক বাঙালি বিজ্ঞানী হলেন মেঘনাদ সাহা। ১৯২০ সালে তিনি আয়নাইজেশান ইকুয়েশান প্রদান করেন, যা ছিল তাপবিজ্ঞানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর এই সূত্র দ্বারা পদার্থবিজ্ঞানের বিভিন্ন গবেষণা অনেকাংশে প্রভাবিত হয়েছিল। যেকারণে আর্নেস্ট লরেন্স, সেভিন রোজল্যান্ড, অ্যালবার্ট আইনস্টাইন, নীল্স বোর, সোমারফিল্ড সহ বহু বিজ্ঞানী তাঁর কৃ্তজ্ঞতা স্বীকার করেছেন। তিনি রয়েল সোসাইটির ফেলোশিপ পাওয়ার পাশাপাশি নোবেল পুরষ্কারের জন্য ৪ বার মনোনয়ন পেয়েছিলেন। তাঁর প্রচেষ্টায় ভারতীয় উপমহাদেশে প্রথম সাইক্লোট্রন স্থাপিত হয়। জনসাধারণের কাছে বিজ্ঞানকে পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন এই তারকা। সমগ্র বিশ্ব চিরকাল তাঁর কাছে ঋণী হয়ে থাকবে।

#scientia society

ছবিঃ Barta24

Tahshin Alam Utsho Answered question March 1, 2023

কিভাবে যুক্ত হবেন?

নতুন প্রশ্ন করার মাধ্যমে একাউন্ট খুলতে পারবেন। সাইটের উপযোগী প্রশ্ন হলে আপনার একাউন্ট সক্রিয় করা হবে। প্রশ্ন করতে এখানে ক্লিক করুন।