রেপুটেশন পয়েন্ট কি?
রেপুটেশন হলো সাইটে বিভিন্ন প্রশ্ন-উত্তর ও এ সংক্রান্ত বিভিন্ন সক্রিয় কার্যক্রমের জন্য পাওয়া পয়েন্ট। আমরা রেপুটেশন পয়েন্ট যেভাবে গুনে থাকি:
- রেজিস্ট্রেশন: ১০ পয়েন্ট
- প্রশ্ন করা: ২ পয়েন্ট
- উত্তর দেয়া: ৫ পয়েন্ট
- মন্তব্য করা: ২ পয়েন্ট
- উত্তর নির্বাচিত করা: ২ পয়েন্ট
- সেরা উত্তর নির্বাচিত হওয়া: ১০ পয়েন্ট
- আপভোট পাওয়া: ১০ পয়েন্ট
- ডাউনভোট পাওয়া: -২ পয়েন্ট
- আপভোট দেয়া: ১ পয়েন্ট
পয়েন্টের নিয়ম
প্রশ্নের সংখ্যা উত্তরের সংখ্যার চেয়ে বেশি হওয়া যাবে না, উত্তরের সংখ্য প্রশ্নের সংখ্যার চেয়ে সমপরিমাণ বা বেশি হতে হবে। উদাহরণসরূপ: প্রতি ১০টি প্রশ্নের জন্য আপনাকে ১০টি বা এর বেশি উত্তর দিতেই হবে।
কিভাবে নতুন সদস্য রেজিস্ট্রেশন করবো?
নতুন একটা প্রশ্ন করলে আপনার একটি একাউন্ট তৈরি হয়ে যাবে।
প্রশ্নোত্তরের নিয়ম
যে প্রশ্ন ইতিমধ্যেই করা হয়ে গেছে, তা পুনরায় করা যাবে না। উত্তর তথ্যভিত্তিক, বিস্তারিত হতে হবে। উত্তরে সূত্র দিতে হবে। প্রয়োজনীয় ছবি যুক্ত করলে তা সেরা উত্তর নির্বাচিত হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়।
পুরস্কারের নিয়ম
আপনার পড়াশুনা/পেশা/বিশেষজ্ঞ দক্ষতা সম্পর্কিত ১০টি প্রশ্ন ও ১০টি উত্তর দেয়া হয়ে গেলে আমাদের ইমেইল করুন: admin@koutuholi.com