রিজেনারেটিভ মেডিসিন কি?
আজকাল বায়োমেডিকেল সায়েন্সে রিজেনারেটিভ মেডিসিন নিয়ে অনেক গবেষণা চলছে। এট আসলে কি? কিভাবে কাজ করে? কোন উদাহরণ আছে এর প্রয়োগের?
রিজেনারেটিভ মেডিসিন অর্থোপেডিক মেডিসিনের একটি বৈচিত্র্যময় শাখা, যেটিকে অর্থোবায়োলজিক্সও বলা হয়। এই শাখায় ক্ষতিগ্রস্ত কোষ বা টিস্যুর মেরামত নিয়ে কাজ করা হয়। প্রচলিত চিকিৎসাপদ্ধতি যেমন ওষুধ, সার্জারি ইত্যাদির পার্শ্বপ্রতিক্রিয়া থেকে রোগীকে রক্ষা করতে এটি বিশেষ ভূমিকা পালন করতে পারে।
এই চিকিৎসাপদ্ধতি মূলত স্টেম সেল নির্ভর। এই স্টেম সেল থেরাপির মাধ্যমে হৃদরোগ, লিউকেমিয়া ও ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসায় উল্লেখযোগ্য সাফল্য পাওয়া গিয়েছে। সামনের দিনে এই পদ্ধতিতে মস্তিষ্ক, হৃৎপিন্ড, ফুসফুস এবং কিডনি-লিভার উৎপাদন সম্ভব হবে বলে বিজ্ঞানীরা আশাবাদী। এমনকি স্ট্রোক, ক্রনিক ডিজিজ, মাসকুলার ডিসট্রফি, ডায়াবেটিস, পাইনাল কর্ড ইনজুরি, পারকিনসনস ডিসিজ ইত্যাদির চিকিৎসায় ভবিষ্যতে রিজেনারেটিভ মেডিসিন সফল ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চাইলে পড়ুন “রিজেনারেটিভ মেডিসিনঃ চিকিৎসাবিজ্ঞানের নতুন দর্শন” লেখাটি।