জলবায়ু পরিবর্তনের ফলে সামুদ্রিক বা দুর্লভ জীবদের কীরূপ পরিবর্তন ঘটছে?
যেভাবে জলবায়ু বদলাচ্ছে, তাতে সামুদ্রিক জীবেরা কেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে?
ক্রমাগত তাপমাত্রার পরিবর্তন, জলবায়ুর গ্যাড়াকল এবং আমাদের অসচেতনরার কারণে কোরাল রিফগুলো মরে যাচ্ছে, ম্যানগ্রোভ ফরেস্ট ও রেইন ফরেস্টগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এবং শেষ যাচ্ছে ওরাংওটাং।
আজ বিলুপ্তির মুখ দাঁড়িয়ে আছে হাওয়াইয়ান কাক, পঞ্চাশ ধরনের হাঙর, টুঘি ব্যাঙ, সোনালি ব্যাঙ ইত্যাদি জীব। ক্ষতির বাইরে নেই গাছে চড়া ক্যাঙারু, বিশেষ প্রজাতির কিছু হরিণ, কিলার হোয়েল, ব্লুফিন টুনা ইত্যাদি প্রাণীরা।
আর এর ফলে জীববৈচিত্র্য মারাত্মকভাবে কমছে। সমুদ্রে এসিডিফিকেশনের ফলে সে অঞ্চলে মাছ জন্মাতে পারছে না, এর ফলে মাছেদের প্রজনন ব্যহত হচ্ছে। এছাড়াও নষ্ট হচ্ছে স্বাভাবিক খাদ্য শৃঙ্খল।
বিস্তারিত তথ্যসূত্র ও রেফারেন্সঃ
১. Climate Change Impacts on the Ocean and Marine Resources
২. How is climate change impacting the world’s ocean
৩. Effects of Climate Change on Marine Organisms
Too dangerous!