এনকোডার ও ডিকোডার কী?
এনকোডার ও ডিকোডার কী? এগুলোর প্রয়োজনীয়তা বা ব্যবহারক্ষেত্র কী?
Tahshin Alam Utsho Answered question August 19, 2023
এনকোডার আর ডিকোডার দুইটাই আসলে লজিক সার্কিট। এই দুইটা বুঝার আগে দুটো জিনিস জেনে নিন। মানুষের ভাষাকে আনকোডেড ডেটা বলে আর কম্পিউটার যে হিজিবিজি ভাষায় কাজ করে, তাকে কোডেড ডেটা বলে।
এনকোডার এমন একটি লজিক সার্কিট, যা আনকোডেড ডেটাকে কোডেড ডেটাতে রূপান্তর করে। অর্থাৎ এটি মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে। এনকোডারে 2^n সংখ্যক ইনপুটের জন্য n সংখ্যক আউটপুট পাওয়া যায়।
অন্যদিকে, ডিকোডার এমন একটি লজিক সার্কিট, যা কোডেড ডেটাকে আনকোকোডেড ডেটাতে রূপান্তর করে। অর্থাৎ এটি কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে। ডিকোডারে n সংখ্যক ইনপুটের জন্য 2^n সংখ্যক আউটপুট পাওয়া যায়।
Tahshin Alam Utsho Answered question August 19, 2023