ডিএনএ রেপ্লিকেশনের হাইপোথিসিস ও সঠিক পদ্ধতি

0

ডিএনএ রেপ্লিকেশনের কয়টি হাইপোথিসিস রয়েছে? আসলে ডিএনএ রেপ্লিকেশন কোন পদ্ধতিতে ঘটে?

Tahshin Alam Utsho Answered question September 11, 2023
1

ডিএনএ রেপ্লিকেশনের ৩টি হাইপোথিসিস রয়েছে। সেগুলো হলোঃ
১. বিক্ষিপ্ত বা বিচ্ছুরিত পদ্ধতি (Dispersive method)
২. রক্ষণশীল পদ্ধতি (Conservative method)
৩. অর্ধ-রক্ষণশীল পদ্ধতি (Semi-conservative method)

এর মধ্যে কোনো কোষেই প্রথম দুইটি হতে দেখা যায়নি। তাই সংশ্লিষ্ট গবেষকেরা একমত হয়েছেন যে ডিএনএ রেপ্লিকেশন মূলত অর্ধ-রক্ষণশীল পদ্ধতি (Semi-conservative method) অবলম্বন করেই ঘটে থাকে।

Tahshin Alam Utsho Answered question September 11, 2023

কিভাবে যুক্ত হবেন?

নতুন প্রশ্ন করার মাধ্যমে একাউন্ট খুলতে পারবেন। সাইটের উপযোগী প্রশ্ন হলে আপনার একাউন্ট সক্রিয় করা হবে। প্রশ্ন করতে এখানে ক্লিক করুন।