প্লয়েড কী?
আমরা জীববিজ্ঞান পড়তে গিয়ে অনেক সময় হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড ইত্যাদি শব্দ পেয়ে থাকি। এই প্লয়েডটা আসলে কী?
Farhan Tanvir Torsha Selected answer as best September 23, 2023
প্লয়েড (Ploid) হলো কোনো জীবের এমন এক সেট ক্রোমোজোম, যে সেটে ঐ জীবের সব ধরণের ক্রোমোজোম একটি করে বিদ্যমান। কোনো ক্রোমোজোম দুইবার থাকে না, আবার কোনোটি অনুপস্থিতও থাকে না। এক্ষেত্রে সেট বোঝাতে x অথবা n ব্যবহার করা হয়ে থাকে। যেমনঃ
হ্যাপ্লয়েড-x
ডিপ্লয়েড-2x
ট্রিপ্লয়েড-3x
টেট্রাপ্লয়েড-4x
পেন্টাপ্লয়েড-5x
হেক্সাপ্লয়েড-6x
(এভাবে 12x পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। এখন আপনি খুঁজে বের করুন 12x এর নাম কী দেওয়া হয়েছে।)
এখানে একটা জিনিস লক্ষ্য করুন, ডিপ্লয়েড জীবের দুইটা গ্যামেটের প্রত্যেকটাই কিন্তু হ্যাপ্লয়েড হবে। আবার টেট্রাপ্লয়েড জীবের ক্ষেত্রে গ্যামেট হবে ডিপ্লয়েড।
Farhan Tanvir Torsha Selected answer as best September 23, 2023