আমরা যে খাবার খাই, তা মুখ থেকে পরিপাক হতে কয়টি ধাপ অতিক্রম করে?
পরিপাকের জন্য কয়টি ধাপ প্রয়োজন, সেটা পয়েন্ট টু পয়েন্ট বলা সম্ভব না। কারণ পুরো পরিপাক জুড়ে যুগপৎভাবে অনেক কিছুই ঘটে, ঘটতে থাকে। তবে মোটাদাগে বা ভৌত পরিস্থিতি বিবেচনা করলে পরিপাকের ধাপগুলো হবেঃ
- খাদ্যবস্তুর সঞ্চালন
- যান্ত্রিক পদ্ধতিতে খাদ্যের ভৌত পরিবর্তন
- খাদ্য উপাদানের রাসায়নিক পরিবর্তন
তো, যদি পরিপাকের ধাপ কয়টি তা বলতে হয়, তাহলে এই ৩টি ধাপের কথাই বলতে হবে।
Tahshin Alam Utsho Answered question March 17, 2024