ডিএনএ প্রোব কি?

1.24K viewsজীববিজ্ঞানDNA
0

ডিএনএ প্রোবের ব্যাপারে বিস্তারিত জানতে চাই

Hamim Answered question December 18, 2021
0

ডিএনএ প্রব হলো একক সূত্রকবিশিষ্ট ডিএনএ সিকোয়েন্স। ডিএনএ টেস্ট বা ডিএনএ গবেষণায় এটির ব্যবহার পরিলক্ষিত হয়। কোনো নমুনা জিনোম বা নমুনা ডিএনএতে নির্দিষ্ট নিউক্লিওটাইড বেস সিকোয়েন্স খোঁজার কাজে এটি ব্যবহার হয়। ডিএনএ প্রোবের সাথে রেডিওঅ্যাকটিভ আইসোটোপ হাইব্রিডাইজ করে তা এক্সরে ফিল্ম এ রেখে অটোরেডিওগ্রাফ পদ্ধতিতে দৃশ্যমান করা হয়। যা ডিএনএ টেস্টে কতগুলো দৃশ্যমান নির্দিষ্ট ডিএনএ সারি এর তুলনায় কাজে লাগে। আমরা জানি, বেস পেয়ারিং নীতি অনুসারে, A এর সাথে T (বা এর বিপরীত) ও C এর সাথে G (বা এর বিপরীত) যুক্ত হয়। এ ফর্মুলা অনুযায়ী, কোন নির্দিষ্ট ডিএনএ সিকুয়েন্স খোঁজার কাজেও ডিএনএ প্রোব ব্যবহৃত হয়।

Hamim Answered question December 18, 2021

কিভাবে যুক্ত হবেন?

নতুন প্রশ্ন করার মাধ্যমে একাউন্ট খুলতে পারবেন। সাইটের উপযোগী প্রশ্ন হলে আপনার একাউন্ট সক্রিয় করা হবে। প্রশ্ন করতে এখানে ক্লিক করুন।