আমরা কি আমাদের স্বপ্নকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারি?

1

আমরা স্বপ্নে যা দেখি, তা বাইরে থেকে কোনো স্টিমুলেশন বা সিস্টেমের মাধ্যমে নিয়ন্ত্রণ করা কি সম্ভব?

Farhan Tanvir Torsha Answered question August 11, 2023
0

ক্রিস্টোফার নোলান এর বিখ্যাত হলিউড সিনেমা “Inception” এ তিনি “Lucid Dreaming” এর ধারণা দেন। যদি এমন হয় যে, যিনি স্বপ্ন দেখছেন তিনি ঘুমন্ত অবস্থায় স্বপ্ন নিয়ন্ত্রণ করতে পারছেন, তাহলে কেমন হবে?
সিনেমা তে তো সব ই সম্ভব কিন্তু বাস্তবে এটা কতটুকু সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। শুনে অতি-প্রাকৃতিক মনে হলেও কিছু স্বপ্নদ্রষ্টা এটা স্বাভাবিক ভাবেই করতে পারেন।
তবে অবাক করা বিষয় হলো এটা নাকি সম্ভব হবে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে! হ্যাঁ! এমনটাই দাবি করেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাইকোফিজিওলজিস্ট স্টিফেন লাবার্গ। তাঁর তৈরি যন্ত্রটির নাম Nova Dreamer। এটি একটি স্লিপ মাস্ক যা শনাক্ত করে কখন স্বপ্নদ্রষ্টাকে জাগিয়ে না তুলে সচেতন করে আলোক ঝলকানির মাধ্যমে ইঙ্গিত দিতে। এমনটাই দাবি তাঁর।
একবার একজন স্বপ্নদ্রষ্টার উপর পরীক্ষা চালানো হলে তিনি বলেন, “আমি সোনার এবং হলুদ হীরার একটি সুন্দর প্যাটার্ন দেখতে পেয়েছি।”
এখন লুসিড ড্রিমিং বেশ জনপ্রিয় একটি আলোচনার বিষয়ে পরিণত হচ্ছে।
ছবিঃ Scientia Society

Farhan Tanvir Torsha Answered question August 11, 2023

কিভাবে যুক্ত হবেন?

নতুন প্রশ্ন করার মাধ্যমে একাউন্ট খুলতে পারবেন। সাইটের উপযোগী প্রশ্ন হলে আপনার একাউন্ট সক্রিয় করা হবে। প্রশ্ন করতে এখানে ক্লিক করুন।