একটুখানি গণিত (১)

0

প্রশ্নটি গণিতপ্রেমীদের জন্য।

তো চলুন একটি ক্যালকুলেশন দেখি-

16 – 36 = 25 – 45

উভয় পক্ষে (9/2)² যোগ করি।

16 – 36 + (9/2)² = 25 – 45 + (9/2)²

Or,  4² – 2×4×(9/2) + (9/2)² = 5² – 2×5×(9/2) + (9/2)²

Or, (4 – 9/2)² = (5 – 9/2)²

উভয়পক্ষের বর্গমূল করি,

(4 – 9/2) = (5 – 9/2)

Or, 4 = 5

কিন্তু এটা কিভাবে হলো!! ভুলটা তাহলে কোথায় ছিল?

Hamim Asked question December 17, 2021