কোষপ্রাচীরের তন্তু গঠিত হয় কীভাবে?
আমরা জানি, কোষপ্রাচীরে সেলুলোজের ফাইবার বা তন্তু থাকে। এটি মূলত কীভাবে গঠিত হয়?
Tahshin Alam Utsho Answered question August 14, 2023
প্রথমে β-D গ্লুকোজের অসংখ্য অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে সেলুলোজ গঠন করে। এরপর ১০০০-৩০০০ সেলুলোজ একসাথে মিলে একটা চেইন বা শৃঙ্খল গঠন করে। আর সেলুলোজের এমন চেইন প্রায় ১০০টা একসাথে হলে ক্রিস্টালাইন মাইসেলি গঠিত হয়। এই মাইসেলি থেকেই ক্রমে কোষপ্রাচীরের তন্তু গঠিত হয়।
প্রহমে ২০টা মতো মাইসেলি মিলে মাইক্রোফাইব্রিল এবং প্রায় ২৫০টি মাইক্রোফাইব্রিল মিলে ম্যাক্রোফাইব্রিল গঠন করে। আর অসংখ্য ম্যাক্রোফাইব্রিল মিলে ফাইনালি কোষপ্রাচীরের তন্তু বানায়ে ফেলে।
ছবিঃ ResearchGate
Tahshin Alam Utsho Answered question August 14, 2023