ক্রোমাটিড ও অপত্য ক্রোমোজোমের মধ্যকার পার্থক্য

0

একটি ক্রোমাটিড ও একটি অপত্য ক্রোমোজোমের মধ্যে পার্থক্য কোথায়?

Farhan Tanvir Torsha Selected answer as best September 11, 2023
1

যে ক্রোমোজোমের বাহু ক্রোমাটিডে বিভক্ত নয়, তাকে অপত্য ক্রোমোজোম বলে। অন্যদিকে ক্রোমাটিডে বিভক্ত হলে, তাকে প্যারেন্ট ক্রোমোজোম বলে। এই প্যারেন্ট ক্রোমোজোমে জোড়া বাঁধা থাকা অবস্থায় দুটো ক্রোমাটিড থাকে। এই জোড়া আলাদা হয়ে গেলে সেই ক্রোমাটিডদ্বয় অপত্য ক্রোমোজোমে পরিণত হয়।

আশা করি ক্রোমাটিড ও অপত্য ক্রোমোজোমের মধ্যকার পার্থক্য বোঝাতে পেরেছি।

Farhan Tanvir Torsha Selected answer as best September 11, 2023

কিভাবে যুক্ত হবেন?

নতুন প্রশ্ন করার মাধ্যমে একাউন্ট খুলতে পারবেন। সাইটের উপযোগী প্রশ্ন হলে আপনার একাউন্ট সক্রিয় করা হবে। প্রশ্ন করতে এখানে ক্লিক করুন।