গড়বেগ বনাম RMS বেগ

Solved375 viewsরসায়নগ্যাস রসায়ন
0

গ্যাসের গতিশক্তি নির্ণয়ে গড়বেগ অপেক্ষা RMS-বেগ অধিক উপযোগী কেন?

Farhan Tanvir Torsha Selected answer as best September 23, 2023
1

ধরি,
নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসের তিনটি অণুর বেগ যথাক্রমে 2 m/s, 3 m/s ও 4 m/s

সুতরাং এদের গড় গতিবেগ হলো= (2+3+4)/3= 3 m/s

আবার, সূত্রানুসারে, RMS বেগ= √{(2^2+3^2+4^2)/3}= 3.109 m/s

উপরের হিসাব থেকে দেখা যায়, RMS বেগ থেকে খুবই সূক্ষ্ম মান পাওয়া যায়, যেটা গড়বেগের ক্ষেত্রে পাওয়া যায় না। একারণেই গ্যাসের গতিশক্তি নির্ণয়ে গড়বেগ অপেক্ষা RMS-বেগ অধিক উপযোগী।

aalnoman2022@gmail.com Posted new comment February 24, 2024

ভাই অনেক সুন্দর লিখছেন

কিভাবে যুক্ত হবেন?

নতুন প্রশ্ন করার মাধ্যমে একাউন্ট খুলতে পারবেন। সাইটের উপযোগী প্রশ্ন হলে আপনার একাউন্ট সক্রিয় করা হবে। প্রশ্ন করতে এখানে ক্লিক করুন।