জীববিজ্ঞান অলিম্পিয়াডের জন্য সহায়ক বই
জীববিজ্ঞান অলিম্পিয়াডে ভালো স্কোর অর্জন করতে হলে কোন কোন বই পড়া যেতে পারে?
Farhan Tanvir Torsha Selected answer as best August 16, 2023
আমি মনে করি, প্রথমে নিজের শ্রেণির বইয়ের জীববিজ্ঞান পড়া উচিৎ। তুমি একটু উপরের লেভেলের বইটা সংগ্রহ করবে এবং তোমার কাছে যেগুলো সহজ ও মজাদার মনে হয়, সেগুলো পড়ে শেষ করে ফেলো। তারপর কিছু এক্সট্রা বা সহায়ক বই পড়তে পারো। যেমনঃ জীবনের গল্প (প্রথম ও দ্বিতীয় খন্ড), মানবদেহে জিনের খেলা, জিন জগতে আরেকবার এবং মানুষ নিয়ে বিজ্ঞান, জীবনের গাণিতিক রহস্য, শারীরতত্ত্ব-সবাই পড়ো, জেনেটিক্সঃ বংশগতিবিদ্যার সহজ পাঠ, Animal Physiology, Plant Biology (Written by Thomas L Rost), Brock Biology of Microorganism, Fundamentals of Biochemistry ইত্যাদি।
Farhan Tanvir Torsha Selected answer as best August 16, 2023