ডেসিমেল ও হেক্সাডেসিমেল সংখ্যার মধ্যে পার্থক্য

30 viewsগণিতগণিত সংখ্যা
0

ডেসিমেল ও হেক্সাডেসিমেল সংখ্যার মধ্যে পার্থক্য কোথায়?

Tahshin Alam Utsho Answered question September 15, 2023
1

যদিও ডেসিমেল ও হেক্সাডেসিমেল উভয়ই পজিশনাল সংখ্যা তবে, এদের মধ্যে বেজের কারণে তফাৎ রয়েছে। ডেসিমেল সংখ্যার বেজ ১০ অর্থাৎ এখানে ০,১,২,৩,৪,৫,৬,৭,৮,৯ এই ১০টা অংক ব্যবহৃত হয়। অন্যদিকে হেক্সা-ডেসিমেলের বেজ ১৬ অর্থাৎ এখানে ১৬টা অংক ব্যবহৃত হয়। যথাঃ ০,১,২,৩,৪,৫,৬,৭,৮,৯ এবং A,B,C,D,E,F।

এর মানে দাঁড়ায় হেক্সা-ডেসিমেলে অতিরিক্ত ৬টা অংক ব্যবহৃত হয়। আমাদের দৈনন্দিন জীবনে হেক্সাডেসিমেল সংখ্যার কোনো ব্যবহার না থাকলেও আমরা ডেসিমেল সংখ্যা ব্যবহার করে থাকি।

Tahshin Alam Utsho Answered question September 15, 2023