নাইট্রোজেনাস বেসের প্রকারভেদ
নাইট্রোজেন বেস হলো নাইট্রোজেন সমন্বিত এক ধরণের অসমচক্রীয় (Heterocylic) জৈব যৌগ। এরা প্রধানত দুই ধরণের। যথাঃ
১. পিউরিন বেসঃ
পিউরিনের সাথে এক বা একাধিক ক্ষারীয় মূলক যুক্ত হয়ে পিউরিনের যেসকল উপজাত (Derivatives) গঠিত হয়, তাদেরকে পিউরিন বেস বলে।
২. পাইরিমিডিন বেসঃ
পাইরিমিডিনের সাথে এক বা একাধিক ক্ষারীয় মূলক যুক্ত হয়ে পাইরিমিডিনের যেসকল উপজাত (Derivatives) গঠিত হয়, তাদেরকে পাইরিমিডিন বেস বলে।
Tahshin Alam Utsho Answered question September 11, 2023