বিসিডি কোড কী?

1

বিসিডি কোড কী? এটা কী কাজে লাগে?

Farhan Tanvir Torsha Selected answer as best August 15, 2023
1

দশমিক সংখ্যা পদ্ধতির ০ থেকে ৯ পর্যন্ত প্রতিটি অংকের মান সমান চার বিট বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশের ব্যবস্থাকে BCD (Binary Coded Decimal) বলে। যেমনঃ ২৩ এর বিসিডি কোড হলো ০০১০০০১১। ২ এর বাইনারি সংখ্যা হলো ০০১০ এবং ৩ এর বাইনারি সংখ্যা ০০১১। তাই ২৩ এর বিসিডি কোড ০০১০০০১১। এই কোড বিভিন্ন ধরণের হতে পারে। যেমনঃ
BCD 8421 (একে NBCD বলা হয়। এটি বহুল ব্যবহৃত কোড)
BCD 7421
BCD 5421
BCD 2421

আইবিএম কোম্পানি ১৯২৮ সালে এই কোড উদ্ভাবন করে। আইবিএম এর প্রথম দিকের সুপারকম্পিউটারে এই কোড ব্যবহৃত হতো। বর্তমানে ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি, ভোল্টমিটার, বায়োস ইত্যাদি ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়।

Farhan Tanvir Torsha Selected answer as best August 15, 2023

কিভাবে যুক্ত হবেন?

নতুন প্রশ্ন করার মাধ্যমে একাউন্ট খুলতে পারবেন। সাইটের উপযোগী প্রশ্ন হলে আপনার একাউন্ট সক্রিয় করা হবে। প্রশ্ন করতে এখানে ক্লিক করুন।