বৃষ্টির ফোটা সমবেগে পড়ার কারণ কি?

0

বৃষ্টির ফোটা কি আদৌ সমবেগে পতিত হয়?

আরাফাত রহমান Selected answer as best December 24, 2021
1

মাধ্যাকর্ষণ বলের কারণে স্থির অবস্থা থেকে বৃষ্টির ফোঁটার বেগ ধীরে ধীরে বাড়তে থাকে। বেগ বাড়ার সাথে সাথে বাতাসের ঘর্ষণ বলও সমানুপাতিকভাবে বাড়তে থাকে। একসময় বাতাসের ঘর্ষণ বল ও মাধ্যাকর্ষণ বলের মান সমান হয়ে যায়। এই দুটি বল পরস্পর বিপরীতমুখী ও সমান হওয়ার ফলে বৃষ্টির ফোঁটার উপর আলাদাভাবে কোন বল কাজ করে না। তখন থেকে এটি সমবেগে চলতে থাকে।

আরাফাত রহমান Selected answer as best December 24, 2021