মানুষের পুরো জিনোম প্রতিলিপন হতে কত সময় লাগে?

0

মানুষের পুরো জিনোম প্রতিলিপন হতে কত সময় লাগে?
a)1day
b)1 hour
c)1week
d)1 month

আরাফাত রহমান Answered question May 4, 2022
1

মানব জিনোমে একেকটা ক্রোমোজমে গড়ে   ১৫০ মিলিয়ন বেস পেয়ার আছে। আর প্রতি সেকেন্ডে ৫০ বেস পেস পেয়ার অনুলিপি হয়। কিন্তু মানব জিনোম সম্পূর্ণ অনুলিপি হতে মাত্র এক ঘন্টা লাগে! এই গতিতে জিনোম অনুলিপি হতে মাসখানেক লাগার কথা। কিন্ত লাগে মাত্র ১ ঘন্টা। কারণ হলো অনেকগুলো origin of replication রয়েছে একেকটা ক্রোমোজমে, যারা সমান্তরালে বিভিন্ন জায়গায় অনুলিপন শুরু করে।

আরাফাত রহমান Answered question May 4, 2022