মানুষের লিঙ্গ নির্ধারণে y ক্রোমোজমের ভূমিকা কি?

0

আমরা জানি y-ক্রোমোজমের মাধ্যমে মানুষের লিঙ্গ নির্ধারণ হয়। সেটা কিভাবে ঘটে? লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা কি?

মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ কিভাবে নির্ধারিত হয় তা একটি ক্রসের মাধ্যমে দেখাও।

আরাফাত রহমান Selected answer as best March 20, 2022
0

মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি হিসেবে XX-XY পদ্ধতি অনুসরণ করা হয়। নতুন প্রাণীতে এক্ষত্রে এক জোড়া সেক্স ক্রোমোসোম থাকে, যার একটি মাতা থেকে আগত এবং অন্যটি পিতা থেকে। মাতা-পিতা উভয়েই X ক্রোমোসোম প্রদান করলে প্রাণীটি হয় মেয়ে (XX)। অন্যদিকে মাতা X ক্রোমোসোম এবং পিতা Y ক্রোমোসোম প্রদান করলে প্রাণীটি হয় ছেলে (XY)। সুতরাং দেখা যায় y-ক্রোমোজমের মাধ্যমে মানুষের লিঙ্গ নির্ধারণ হয়।

যেহেতু মাতা জনন কোষে শুধুমাত্র X ক্রোমোসোম প্রদান করতে সক্ষম কিন্তু পিতা জনন কোষে X অথবা Y ক্রোমোসোম প্রদান করতে পারে সেহেতু সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে তা নির্ভর করে পিতা তার জনন কোষে X ক্রোমোসোম প্রদান করল নাকি Y ক্রোমোসোম। তাই এই পদ্ধতিতে পিতা সন্তানের লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী। সকল স্তন্যপায়ী, কতক পতঙ্গ ও সরিসৃপ-এ এই লিঙ্গ নির্ধারণ পদ্ধতি পাওয়া যায়। সাধারণত হ্যাপ্লয়েড জননকোষ (শুক্রাণু ও ডিম্বাণু) দিয়ে এই লিঙ্গ নির্ধারিত হয়।

লিঙ্গ নির্ধারণ নিয়ে জানুনঃ লিঙ্গ নির্ধারণ পদ্ধতি।

আরাফাত রহমান Selected answer as best March 20, 2022
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.

কিভাবে যুক্ত হবেন?

নতুন প্রশ্ন করার মাধ্যমে একাউন্ট খুলতে পারবেন। সাইটের উপযোগী প্রশ্ন হলে আপনার একাউন্ট সক্রিয় করা হবে। প্রশ্ন করতে এখানে ক্লিক করুন।