অনেকের ক্ষেত্রে চোখ থেকে পানি এমনিই চলে আসে, এটার কোনো সমাধান আছে?

0

অনেকের ক্ষেত্রে অটোমেটিক্যালি চোখ থেকে পানি বেরোয়, এটার কোনো সমাধান আছে?

Hamim Answered question December 2, 2021
0

সাধারণত মানসিকভাবে ভেঙে পড়লে অর্থাৎ কান্না করলে চোখ থেকে পানি গড়ায়। তবে চোখ থেকে পানি বের হওয়ার বিষয়টি শুধু কান্নাকাটি বা ইমোশনের সাথে সম্পর্কিত নয়। চোখ মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, যা বিশ্রামের সময় ব্যতীত অধিকাংশ সময় বাইরের পরিবেশ থেকে সংবেদন অপটিক নার্ভের মাধ্যমে মস্তিষ্কে প্রেরণ করতে থাকে। ফলে বায়ুমন্ডলে থাকা ধূলিকণা বা অতি ক্ষুদ্র পার্টিকেলস দ্বারা যাতে ক্ষতিগ্রস্ত না হতে পারে সেজন্য চোখ হালকা ভেজা থাকতে পারে। আবার চোখে কোনো ছোটো পোকামাকড় গেলে বা আঘাত লাগলে পানি আসতে পারে। এলার্জির কারণে চোখ চুলকালেও পানি আসা স্বাভাবিক। কোনো রোগ ছাড়া চোখের এ ক্ষরণকার্যক্রম নিতান্তই অপরিহার্য। বিশেষ কোনো রোগ না হলে এর সমাধান খোঁজাও বিজ্ঞানসম্মত নয়।

Hamim Answered question December 2, 2021

কিভাবে যুক্ত হবেন?

নতুন প্রশ্ন করার মাধ্যমে একাউন্ট খুলতে পারবেন। সাইটের উপযোগী প্রশ্ন হলে আপনার একাউন্ট সক্রিয় করা হবে। প্রশ্ন করতে এখানে ক্লিক করুন।