অ্যাপোমিক্সিস কি?

1

অ্যাপোমিক্সিস কি? এটার সাথে সম্পর্কিত অন্যান্য প্রক্রিয়াগুলোর নাম কি? এর কোন উদাহরণ দিতে পারবেন?

আরাফাত রহমান Selected answer as best March 23, 2022
1

অ্যাপোমিক্সিস এক ধরণের অযৌন প্রজননকে বোঝায়। উদ্ভিদ প্রজাতির সংখ্যা প্রায় চল্লিশ হাজার, কিন্তু এর মধ্যে মাত্র ১% এ অ্যাপোমিক্সিস হয়ে থাকে। আমরা জানি যে, গ্যামেটের মিলনের ফলেই জিনগত বৈচিত্র্যের সৃষ্ট হয়। তাই সন্তানে বাবা মা-র কিছু বৈশিষ্ট্য থাকলেও, পুরোপুরি বাবা কিংবা মায়ের মত সন্তান হয়না। কিন্তু, অ্যাপোমিক্সিস এর ক্ষেত্রে সন্তান পুরোপুরি মায়ের মত হতে সক্ষম। প্রকৃতিতে সাধারনত তিন ধরনের অ্যাপোমিক্সিসের অস্তিত্ব পাওয়া যায়ঃ অ্যাপোস্পরি, ডিপ্লোস্পোরি এবং  আকস্মিক অ্যাপোমিক্সিস। এ বিষয়ে বিজ্ঞান ব্লগে রুহশান আহমেদ ভাইয়ার “অ্যাপোমিক্সিস” নামে একটা লেখা আছে। সেটা পড়ার জন্য অনুরোধ রইল।

আরাফাত রহমান Selected answer as best March 23, 2022

কিভাবে যুক্ত হবেন?

নতুন প্রশ্ন করার মাধ্যমে একাউন্ট খুলতে পারবেন। সাইটের উপযোগী প্রশ্ন হলে আপনার একাউন্ট সক্রিয় করা হবে। প্রশ্ন করতে এখানে ক্লিক করুন।