ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিন কী?

0

ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের মধ্যকার পার্থক্য কোথায়?

Tahshin Alam Utsho Answered question September 25, 2023
0

যে ক্রোমাটিন প্রয়োজনমতো তার কুন্ডলী খুলে ফেলে আবার বন্ধও করে অর্থাৎ কখনো হেলিক্যাল ফর্মে থাকে, আবার কখনো স্ট্রেইট ফর্মে থাকে, তাকে ইউক্রোমাটিন বলে। আর ক্রোমাটিনের যে অংশ সর্বদা বন্ধ থাকে, তাকে হেটারোক্রোমাটিন বলে।

Human Genome Project এর বিজ্ঞানীদের মতে, আমাদের ৩% ডিএনএ ইউক্রোমাটিন এবং বাকিটা হেটারোক্রোমাটিন। এই ইউক্রোমাটিন আমাদের বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। বলতে গেলে, ইউক্রোমাটিন আমাদের জন্য মারাত্মক রকম জরুরি।

Tahshin Alam Utsho Answered question September 25, 2023

কিভাবে যুক্ত হবেন?

নতুন প্রশ্ন করার মাধ্যমে একাউন্ট খুলতে পারবেন। সাইটের উপযোগী প্রশ্ন হলে আপনার একাউন্ট সক্রিয় করা হবে। প্রশ্ন করতে এখানে ক্লিক করুন।