উৎক্রম তাপমাত্রা কী?

0

উৎক্রম তাপমাত্রা কী?

Tahshin Alam Utsho Answered question September 25, 2023
0

উৎক্রম তাপমাত্রা বোঝার আগে জুল-থমসন প্রভাবটা জানতে হবে। উচ্চ চাপে থাকা একটা আবদ্ধ পাত্রের কোনো গ্যাসকে যদি আমি ছিদ্রওয়ালা ছিপির মধ্য দিয়ে হঠাৎ নিম্নচাপের কোনো বড়সড় স্থানে প্রসারিত হতে দিই, তখন ঐ গ্যাসের তাপমাত্রা উল্লেখযোগ্য পরিমাণে কমে যাবে। আর এর ফলে গ্যাসটি তরলে পরিণত হবে। একে জুল-থমসন প্রভাব বলে।

আর প্রতিটি গ্যাসের জন্য একটি নির্দিষ্ট তাপমাত্রা আছে, যার নিজে জুল-থমসন প্রভাব কাজ করে। ঐ নির্দিষ্ট তাপমাত্রাই ঐ গ্যাসটার উৎক্রম তাপমাত্রা বলে।

Tahshin Alam Utsho Answered question September 25, 2023

কিভাবে যুক্ত হবেন?

নতুন প্রশ্ন করার মাধ্যমে একাউন্ট খুলতে পারবেন। সাইটের উপযোগী প্রশ্ন হলে আপনার একাউন্ট সক্রিয় করা হবে। প্রশ্ন করতে এখানে ক্লিক করুন।