কারপুরুষ দেখতে কেমন? কালপুরুষ কখন দেখা যায়?

1.15K viewsবিবিধকালপুরুষ
0

কালপুরুষ মন্ডল আকাশে কিভাবে চিনবো? কালপুরুষ কোন আকাশে দেখা যায়?

Sujoy Kumar Das. Answered question March 19, 2022
0

দক্ষিণ আকাশের কিছু উজ্জ্বল নক্ষত্রের একটা ঝাঁকের দিকে ভালো করে তাকালে দেখবেন কিছু নক্ষত্র যেন এক সাথে হয়ে একটা ঢাল তলোয়ার হাতে দাঁড়িয়ে থাকা এক যোদ্ধাকে কল্পনা করাচ্ছে আপনাকে। এটা খুব উজ্জল আর বিখ্যাত নক্ষত্রমন্ডল। এর নাম ওরিয়ন। আমাদের ভারতবর্ষের জ্যোতির্বিদরা এর নাম দিয়েছেন কালপুরুষ’। উত্তর গোলার্ধে শীত শেষ সময় হতে বসন্তের প্রাথমিক সময় পর্যন্ত কালপুরুষ মন্ডলটি দেখা যায়।

আকাশে কালপুরুষকে চেনার সহজ উপায় আছে। দক্ষিণ এর আকাশে প্রথমে খুজতে হবে একটি সামন্তরিক এবং এর মাঝ বরাবর থাকবে পরপর তিনটি উজ্জ্বল তারা। ছবিতে ভালোভাবে দেওয়া আছে। একবার চিনতে পারলে সহজে এটা চোখে পড়বে।

কালপুরুষ নিয়ে আরও জানুনঃ ১। নক্ষত্রের নামকরণ ও পৌরাণিক উপাখ্যান। 

২। কালপুরুষ।  

Sujoy Kumar Das. Answered question March 19, 2022
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.

কিভাবে যুক্ত হবেন?

নতুন প্রশ্ন করার মাধ্যমে একাউন্ট খুলতে পারবেন। সাইটের উপযোগী প্রশ্ন হলে আপনার একাউন্ট সক্রিয় করা হবে। প্রশ্ন করতে এখানে ক্লিক করুন।