কোন কিছুকে ০ দিয়ে ভাগ করা যায় না কেন?

211 viewsগণিতশুন্য
SR Sizan (anonymous)
0

কোন কিছুকে শূন্য দ্বারা ভাগ করলে ভাগফল শূন্য হয়।  তাহলে শূন্যকে কোন কিছু ধরা ভাগ করলে ভাগফল কেন অনির্ণেয় হয়

aalnoman2022@gmail.com Answered question February 23, 2024
0

এই পৃথিবীর প্রত্যেক কিছুই একটা নিয়মের মধ্য চলে,  গণিত ও তার ব্যতিক্রম নয়, আর ০ যখন কোন কিছুর আগে বসে তখন এটা একটা অপরিবর্তনীয় মান হিসেবেই থাকেই বা তার কোন মানেই থাকেনা, আর মান হীন কোন কিচু দিয়ে ভাগ করা যায় না।

aalnoman2022@gmail.com Answered question February 23, 2024

কিভাবে যুক্ত হবেন?

নতুন প্রশ্ন করার মাধ্যমে একাউন্ট খুলতে পারবেন। সাইটের উপযোগী প্রশ্ন হলে আপনার একাউন্ট সক্রিয় করা হবে। প্রশ্ন করতে এখানে ক্লিক করুন।