নাইট্রোজেন ও অক্সিজেন গ্রিন হাউজ গ্যাস নয় কেন?
গ্রীন হাউজ গ্যাসের প্রাথমিক বৈশিষ্ট্য হলো তা ইনফ্রারেড টাইপ রেডিয়েশন অ্যাবসর্ব করতে সক্ষম। অর্থাৎ সূর্যালোক থেকে বিকিরিত তাপ শক্তিকে শোষণ করা ও তা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া। এক্ষেত্র যে গ্যাস যত ইফিসিয়েন্সির সাথে সূর্যালোক থেকে শোষিত এই তাপশক্তি পৃথিবীতে রি-ইমিট করতে পারে সেটি ততবেশি ক্ষতিকর। (এখানে ক্ষতিকর তখনই বলা হয় যখন এই গ্যাসগুলো দীর্ঘদিন তাপমাত্রা বৃদ্ধিতে কন্ট্রিবিউট করে)।
সংক্ষেপে, সূর্যালোকের এই শক্তি শোষণ করতে এটলিস্ট তিনটি পরমাণুর দরকার হয় (এক্সেপ্ট হেটারো নিউক্লিক পরমাণু)। নাইট্রোজেন ও অক্সিজেন গ্যাস দ্বিপরমাণুক এবং এরা মৌল অনু, তাই এরা গ্রীন হাউজ গ্যাসের মত আচরণ করে না।
আরাফাত রহমান Posted new comment November 2, 2021
Hamim commented
দুঃখিত ভাই।
আরাফাত রহমান commented
আরে দুঃখিত হওয়ার কিছু নেই! নতুন কমিউনিটি হিসেবে আমরা শুরু থেকেই কিছু বানান ও শব্দ সচেতনতা চর্চা শুরু করি 🙂
ধন্যবাদ উত্তরটির জন্য। রেডিয়েশন, অ্যাবসর্ব, টাইপ, ইত্যাদি শব্দর বাংলা ব্যবহার করা উচিত যেহেতু প্রচলিত বাংলা আছেই। প্রয়োজন মনে হলে ইংরেজি ব্র্যাকেটে লেখা যেতে পারে!