“পিপীলিকার পাখা গজায় মরিবার তরে” – এই প্রবাদবাক্যটির পেছনে বৈজ্ঞানিক সত্যতা কতটুকু?

2

“পিপীলিকার পাখা গজায় মরিবার তরে” প্রবাদবাক্যটির বৈজ্ঞানিক ভিত্তি এবং সত্যতা সম্পর্কে বিস্তারিত জানতে চাই।

Hamim Answered question November 1, 2021
1

“পিপিলিকার পাখা গজায় মরিবার তরে”- প্রবাদ বাক্যটি লোকমুখে বেশ প্রচলিত। যার সাথে ইংরেজি প্রভার্ব “প্রাইড গোজ বিফোর ফল”- এর ঈষৎ ভাবার্থগত মিল পাওয়া যায়। বাংলায় সহজভাবে বলা হয় “অতি বাড় বেড় না”। প্রকৃতপক্ষে সাধারণ যে পিপীলিকা আমরা আশেপাশে দেখে থাকি (একটি নির্দিষ্ট ভেরিয়েন্ট এর পিপিলিকা) সেটির পাখা গজায় না। বিবর্তনগতভাবে কিছু স্পেসিস এ পাখা তৈরী এবং স্থায়ীভাবে থাকতে পারে, তবে সেটি কোনভাবেই সেই পিপিলিকার মৃত্যুর কারণ নয়। ডানাবিশিষ্ট কোনো প্রাণীর মৃত্যুর কারণ তাদের ডানা বা পাখা নয়। মৃত্যু বিষয়টি সম্পূর্ণ দৈবিক। বৈজ্ঞানিক দৃষ্টিতে উপরোক্ত প্রবাদটি সম্পূর্ণ অযৌক্তিক। এ ধরনের প্রবাদবাক্য বাংলাভাষার অলঙ্করণেই ব্যবহৃত হয়, বিজ্ঞানে নয়।

Hamim Answered question November 1, 2021
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.

কিভাবে যুক্ত হবেন?

নতুন প্রশ্ন করার মাধ্যমে একাউন্ট খুলতে পারবেন। সাইটের উপযোগী প্রশ্ন হলে আপনার একাউন্ট সক্রিয় করা হবে। প্রশ্ন করতে এখানে ক্লিক করুন।